চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দীর্ঘ প্রায় ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রকাশিত হয়েছে প্রার্থীদের ব্যালট নম্বরও।
চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪৭ জন নারী। অন্যদিকে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯২ জন প্রার্থী। সব মিলিয়ে চাকসু ও হল সংসদে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জন।
এবারের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদকীয় পদগুলোতেও প্রতিটিতে ১০ জনের বেশি প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে নির্বাহী সদস্য পদে—যেখানে পাঁচটি আসনের বিপরীতে লড়ছেন ৮৫ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী তালিকা নিয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি। ফলে তালিকাটিই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়েছে। তিনি আরও জানান, ব্যালট নম্বর বাংলা বর্ণমালার ক্রমানুসারে নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে কোনো আপত্তি না আসায় ব্যালট নম্বরও চূড়ান্ত করা হয়েছে।
ডোপ টেস্টের সব রিপোর্ট নেগেটিভ
চবি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়া ৯৩৬ জন প্রার্থীই ডোপ টেস্টের নমুনা দিয়েছেন। এর মধ্যে কারও রিপোর্টে মাদক গ্রহণের প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার বিকেলে এসব রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মোহাম্মদ আবু তৈয়বসহ মেডিক্যাল সেন্টারের কর্মকর্তারা।
নির্বাচনী উত্তাপে সরগরম ক্যাম্পাস
চূড়ান্ত তালিকা ও ব্যালট নম্বর প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এতে সরগরম হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এমনকি এর প্রভাব ছড়িয়ে পড়েছে শাটল ট্রেন থেকে শুরু করে চট্টগ্রাম নগরীতেও।
ভোটগ্রহণ ১৫ অক্টোবর
সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে।
👉 এই নির্বাচনে ভোট দেবেন মোট ২৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ১৯২ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।