Home First Lead উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইট ঢাকায় নিরাপদে নামল

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইট ঢাকায় নিরাপদে নামল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়লেও শেষ পর্যন্ত সেটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। সকল যাত্রী অক্ষত রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৪৩৬ নম্বর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি পাইলট সঙ্গে সঙ্গেই টের পান এবং ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে, তিনি জরুরি অবতরণ করতে চান।

পাইলটের বার্তা পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি প্রস্তুতি গ্রহণ করে। রানওয়ের পাশে অবস্থান নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ। যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয় চিকিৎসা সহায়তা দল।

সংগৃহীত ছবি

সব ধরনের সতর্কতা অবলম্বনের পর বিকাল ২টা ২০ মিনিটে বিমানটি সফলভাবে অবতরণ করে। যাত্রীরা তখন নিরাপদে বেরিয়ে আসেন এবং কারও শরীরে কোনো আঘাত লাগেনি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনাটির পর বিমানবন্দরের নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিমান চলাচল ও ব্যবস্থাপনার নিরাপত্তা বিষয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, যান্ত্রিক ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণে গাফিলতির বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।