এভিয়েশন ডেস্ক
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে সরকারি কর্মীদের সঙ্গে অশালীন ভাষা ও আচরণের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর বিরুদ্ধে সরকারি কর্মচারীর প্রতি গালি-গালাজ করার অভিযোগে তদন্ত চলছে।
স্থানীয় সময় ৬ জুন সন্ধ্যা প্রায় ৬টা ২৫ মিনিটে টার্মিনাল ১-এ পুলিশের কাছে সহায়তার জন্য ফোন কল আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে গ্রেফতার করে।
পরদিন ৭ জুন চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম শিয়াওহংশুতে গ্রেফতারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনজন পুলিশ কর্মকর্তা ওই নারীকেই ব্যাগেজ চেক-ইন এলাকার কার্পেটেড মেঝেতে আটকে রেখেছেন। এই দৃশ্য দেখতে উপস্থিত ছিলেন বেশ কিছু যাত্রী ও শিশু।
ভিডিওতে ওই নারীর অসংলগ্ন চিৎকার শোনা যায়। তার নিকটবর্তী, টেরেস চাইনিজ কিচেনের নিচে, দুটি ব্যাগ রাখা ছিল।
ভিডিওটি পোস্ট করা ব্যক্তি জানান, ওই নারীর চুল বাদামী রঙ করা এবং বাম হাতে একাধিক ট্যাটু ছিল। তিনি সম্ভবত এশিয়ান বংশোদ্ভূত।
ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী স্বয়ং-পরিষেবা চেক-ইন মেশিনগুলোকে ক্রুদ্ধ হয়ে আঘাত করছেন। কিছু বিমানবন্দর কর্মী, সম্ভবত নিরাপত্তা গার্ডরা, তাকে থামানোর চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।
পুলিশ এই ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত করছে এবং অপরাধের কারণ খতিয়ে দেখছে। বিমানবন্দর কর্তৃপক্ষও এই ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা করছে।
চাঙ্গি বিমানবন্দর, যেটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর, সেখানে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার কারণ হয়েছে।