Home Third Lead বিলাসবহুল পারফিউম শপে চুরির চেষ্টা: চার ভারতীয় গ্রেফতার

বিলাসবহুল পারফিউম শপে চুরির চেষ্টা: চার ভারতীয় গ্রেফতার

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৭ অক্টোবর) নাইরোবির একটি প্রিমিয়াম মল-এর বিলাসবহুল পারফিউম শপে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় চারজন ভারতীয় নাগরিক শপিং করার ভান করে চুরি করার চেষ্টা করছেন।

ফুটেজ অনুযায়ী, ভদ্র পোশাকের এই চারজন ব্যক্তিরা শপ অ্যাটেনড্যান্টের সঙ্গে মিশে বিভিন্ন ডিজাইনার পারফিউমের দাম জানতে চাইছিলেন, যেন তারা প্রকৃত গ্রাহক বলে মনে হয়। তবে, পরবর্তীতে দেখা যায় দুইজন চোর চুপচাপ কিছু দামি পারফিউম ব্যাগে রাখছে, আর অন্যরা মনোযোগ সরিয়ে শপ অ্যাটেনড্যান্টকে বিভ্রান্ত করছিল।

তীক্ষ্ণদৃষ্টি সম্পন্ন শপকিপার অবশেষে সন্দেহভাজন হয়ে ব্যাগ পরীক্ষা করতে চাইলেন। আশ্চর্যজনকভাবে, ব্যাগের ভেতরে চুরি করা পারফিউমগুলো উদ্ধার করা যায়।

চোরেরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করলেও, অ্যাটেনড্যান্ট দ্রুত মলের নিরাপত্তা কর্মীদের অবহিত করেন, যা নিয়ে ঘটে একটি নাটকীয় সংর্ঘষ। নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজনদের আটক করে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ মলের নিরাপত্তা ও নাগরিকদের সতর্কতার গুরুত্ব আবারও তুলে ধরেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।