Home বিনোদন কাইলির ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রেম নিয়ে জল্পনা

কাইলির ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে প্রেম নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক:

আমেরিকান টেলিভিশন তারকা ও ব্যবসায়ী কাইলি জেনার ফের আলোচনায় এসেছেন। এবার প্রেমিক টিমোথি চালামেটের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে একটি ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া।

গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক নিকস বনাম ইন্ডিয়ানা পেসার্সের ম্যাচে গ্যালারিতে বসে রোমান্সে মেতেছিলেন কাইলি ও চালামেট। সেই ভালোবাসা-ভরা উপস্থিতির পরেই কাইলি একটি পুরোনো সেক্স অ্যান্ড দ্য সিটি ক্লিপ নিজের টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেন, যেখানে ক্যারেকারিন্টার বলেন, “আমরা কখন থেকে বাস্কেটবলে আগ্রহী হলাম?” আর তার জবাবে সামান্থা বলেন, “আমার সঙ্গী ডনের নিকস নিয়ে এতটাই বাড়াবাড়ি, যে নিকস না জিতলে আমি বিছানায় সুযোগই পাই না!”

এই রসিকতাপূর্ণ ক্লিপটি শেয়ার করেই কাইলি যেনো প্রকাশ্যে আনলেন নিজের সম্পর্কের এক ব্যক্তিগত দিক। যদিও সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিতটা নেটিজেনদের চোখে ধরা পড়তে সময় লাগেনি। কাইলির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির ঝড় উঠে। অনেকে লেখেন, “কাইলি সত্যিই দারুণ রসবোধের অধিকারী!”, “এই পোস্ট স্বর্ণযুগের কন্টেন্ট!”, আবার কেউ লেখেন, “টিমোথির কারণে এখন কাইলির চোখে শুধু নিকস!”

চালামেট ও কাইলির সম্পর্কের শুরু ২০২৩ সালের শুরুর দিকে। সে বছরের আগস্টে বিয়ন্সের কনসার্টে তাদের প্রথমবার প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এরপর থেকেই বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। এই বছরই তারা রোমে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে রেড কার্পেটে হাজির হন, যেটিকে অনেকে ‘সম্পর্কে নতুন অধ্যায়’ বলেও অভিহিত করছেন।

সম্প্রতি জানা গেছে, তারা একসঙ্গে প্রায়ই সময় কাটাচ্ছেন এবং চালামেটের কাজ না থাকলে তিনি কাইলির বাড়িতেই থাকেন। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “তাদের সম্পর্ক এখন অনেকটাই গাঢ়, এবং কাইলি চাইছিলেন যে সবাই জানুক তিনি টিমোথিকে কতটা ভালোবাসেন ও সম্মান করেন।”

নিকসের খেলায় জয়ের পর তারা নিউইয়র্ক সিটির এক অভিজাত রেস্তোরাঁয় রাতের খাবারও সেরে আসেন। সেই রাতের মতোই যেন তাদের ভালোবাসাও এখন নতুন উচ্চতায় পৌঁছেছে।