Home আইন-আদালত দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল চিটাগাং চেম্বার নির্বাচন

দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল চিটাগাং চেম্বার নির্বাচন

ছবি: এআই
বিজনেসটুডে২৪  প্রতিনিধি, ঢাকা: ‘ট্রেড গ্রুপ’ ও ‘টাউন এসোসিয়েশন’ ক্যাটাগরি নিয়ে উদ্ভুত জটিলতা নিরসনের নির্দেশনা দিয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চেম্বারের সংঘবিধি অনুযায়ী চারটি ক্যাটাগরি থেকে মোট ২৪ জন পরিচালক নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রয়েছে। তবে একটি মহল ‘টাউন এসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’-এর সদস্যদের ভোটাধিকার বাতিলের দাবিতে নানাভাবে তদবির চালিয়ে আসছিল বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চেম্বার নির্বাচন বোর্ড এই দুই ক্যাটাগরির সদস্যদের ভোটার তালিকাভুক্ত করে এবং সংশ্লিষ্ট ক্যাটাগরি থেকে তিনজন করে ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন। এরই মধ্যে গত ২২ অক্টোবর হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলালের দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ ৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১ শাখার উপসচিব কর্তৃক জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন।

পরবর্তীতে সরকারের পক্ষ থেকে হাইকোর্টের এ আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার জজের দায়িত্বে থাকা বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে চেম্বার নির্বাচনের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে ‘টাউন এসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ ক্যাটাগরির বিষয়টি নিরসনের জন্য হাইকোর্টকে নির্দেশনা প্রদান করা হয়। রিটকারী ব্যবসায়ী মো. বেলালের আইনজীবী নিহাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের সদস্যরা যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে ট্রেড গ্রুপ থেকে মো. আমিরুল হক, এস এম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ এবং টাউন এসোসিয়েশন থেকে মো. সাজ্জাদ উন নেওয়াজ, মো. মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন।

ইউনাইটেড বিজনেস ফোরামের প্রতিক্রিয়া
নির্বাচন স্থগিত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নির্বাচনী প্রচারণা চলাকালে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, তা নির্বাচনের স্থগিতাদেশের কারণে ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যাঁরা সাধারণ ভোটারদের আস্থা না রেখে মামলা-মোকদ্দমার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন, তারা যেন ব্যবসায়ী সমাজের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে এমন কার্যকলাপ থেকে বিরত থাকেন।”

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রতিক্রিয়া
অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেন, “সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির উপস্থিতিতে পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে। হাইকোর্টের সিদ্ধান্তের পর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”

তিনি আশা প্রকাশ করেন, “১৫ দিনের মধ্যে হাইকোর্ট ন্যায়সঙ্গত ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত দেবে এবং ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের সদস্যপদ বাতিল করবে। আমরা সাধারণ ভোটারদের প্রত্যাশা পূরণে আগের মতোই তাদের পাশে থাকব।”

চট্টগ্রাম ব্যবসায়ী সমাজের মধ্যে নির্বাচনের স্থগিতাদেশকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে দেখছেন, আবার অনেক ব্যবসায়ী দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের বিলম্বে হতাশা প্রকাশ করছেন।

নির্বাচন স্থগিত: হাইকোর্টের আদেশে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ

আগামী ১ নভেম্বর অনুষ্ঠেয় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে।  পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম  এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান  মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ শনিবার ভোটগ্রহণের কার্যক্রম মহামান্য হাইকোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪১৭৬/২০২৫ এর আদেশ প্রতিপালনে স্থগিত করা হলো।”