Home সারাদেশ রামগড়ে দুই চীনা নাগরিক আটক, ল্যাপটপ ও বিভিন্ন ডিভাইস জব্দ

রামগড়ে দুই চীনা নাগরিক আটক, ল্যাপটপ ও বিভিন্ন ডিভাইস জব্দ

চীনা নাগরিক জিয়াং ছেংথং ও টেং তংগু। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: রামগড় উপজেলায় অনুমতি ছাড়া আবাসিক ভবনে বসবাসের অভিযোগে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকানাধীন একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দুই চীনা নাগরিকের নাম জিয়াং ছেংথং এবং টেং তংগু। তাদের কাছ থেকে ল্যাপটপসহ প্রযুক্তিগত কয়েকটি ডিভাইস জব্দ করা হয়েছে। ডিভাইসগুলোর প্রকৃতি ও ব্যবহার যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সহায়তা চাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজন গত বুধবার ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্ণা ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড়ে আসেন। কোনো বৈধ নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে তারা ওই আবাসিক ভবনের কক্ষ ভাড়া নেন। ভবন মালিককে জানানো হয়েছিল যে ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি রপ্তানি করার কাজে তারা অবস্থান করবেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিদেশি নাগরিকদের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু তাদের কাছে এমন কোনো অনুমতি পাওয়া যায়নি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।