Home আন্তর্জাতিক  যৌন সামগ্রী উদ্ধার: বিতর্কিত ‘গডম্যান’ চৈতন্যানন্দকে ঘিরে নতুন তথ্য

 যৌন সামগ্রী উদ্ধার: বিতর্কিত ‘গডম্যান’ চৈতন্যানন্দকে ঘিরে নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক:  স্বঘোষিত গডম্যান পার্থ সারথি ওরফে চৈতন্যানন্দ সরস্বতিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিল্লি পুলিশ তার উপস্থিতিতে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট (SRISIM)-এ তল্লাশি চালিয়ে একটি যৌন খেলনা (সেক্স টয়) এবং পাঁচটি সিডি উদ্ধার করেছে, যাতে পর্নোগ্রাফি থাকার দাবি করা হয়েছে।

পুলিশ জানায়, তল্লাশিতে আরও পাওয়া গেছে তিনটি জাল ছবি—যেখানে গডম্যানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা যাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে পুলিশ বলেছে, “আজ তদন্তের অংশ হিসেবে পার্থ সারথিকে সঙ্গে নিয়ে SRISIM ক্যাম্পাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সেক্স টয়, পাঁচটি পর্নোগ্রাফিক সিডি এবং তিনটি জাল ফটোগ্রাফ উদ্ধার করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চলমান তদন্তে চৈতন্যানন্দকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তিনি যেসব স্থানে আত্মগোপনে ছিলেন—তার মধ্যে বাগেশ্বর, আলমোড়া ও আরও কয়েকটি জায়গায় তদন্তকারীরা গিয়েছেন।

চলমান তদন্তে এসব জিনিসপত্র উদ্ধার হওয়ায় বিতর্কিত গডম্যানের বিরুদ্ধে অভিযোগ আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।