বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে আব্দুর রাহিম রাফি (২৪) নামের সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি নিহতের পরিবারের সদস্যরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা। তিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
নিহতের বন্ধু ও প্রতিবেশী সামি জানান, রাফি সাধারণত সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন। ওইদিন দুপুর হয়ে গেলেও দরজা না খোলায় তিনি ডাকতে যান। দরজা খানিকটা খোলা পেয়ে ভেতরে ঢুকে ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে আলো জ্বালান। তখন দেখা যায়, রক্তাক্ত অবস্থায় রাফির দেহ খাটে পড়ে আছে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানিয়ে পুলিশে খবর দেন।
রাফির চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী জানান, শুক্রবার রাফির স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। রাতে রাফি একাই ঘরে ঘুমান। পরদিন দুপুরে সামির মাধ্যমে তিনি হত্যার খবর পান।
মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাফি ভালো মানুষ ছিলেন এবং পরিবারের দেখাশোনা করতেন। তাঁর কোনো শত্রুতা ছিল বলে জানা নেই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা এবং পিবিআই পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।