Home Third Lead ইউএনওর বাসভবনে হামলা: উপজেলা ছাত্রদল আহ্বায়ক গ্রেফতার

ইউএনওর বাসভবনে হামলা: উপজেলা ছাত্রদল আহ্বায়ক গ্রেফতার

আজাদুর রহমান সুজন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কিশোরগঞ্জ: ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের সরকারি বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট)  র‌্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বনানী মোড় এলাকা থেকে র‌্যাবের একটি বিশেষ দল সুজনকে গ্রেফতার করে।

অন্যদিকে একইদিন বেলা ১১টার দিকে ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুজনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজাদুর রহমান সুজনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বহিষ্কার করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, গ্রেফতারের পর আজাদুর রহমান সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।