Home চট্টগ্রাম শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ডাক

শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার ডাক

চট্টগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী 

চট্টগ্রাম: ‘শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে চলো’—এই আহ্বানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য নোমান উদ্দিন এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম। সমাবেশটি সঞ্চালনা করেন নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা।

সমাবেশে বক্তারা সংগঠনের ৪২ বছরের গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৮৪ সালে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের যে অঙ্গীকার নিয়ে ছাত্র ফ্রন্ট যাত্রা শুরু করেছিল, আজও সেই লড়াই অব্যাহত রয়েছে।

বই সংকট ও শিক্ষা বৈষম্য: বক্তারা অভিযোগ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস শেষ হতে চললেও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক শিক্ষার্থী এখনও পাঠ্যপুস্তক পায়নি। গত ২৮ ডিসেম্বর ‘২৫-এর গণমাধ্যমের তথ্য উল্লেখ করে তারা জানান, মাধ্যমিকে মাত্র ৫৮.৬৮ শতাংশ বই সরবরাহ করা হয়েছে, যা সরকারি অবহেলারই বহিঃপ্রকাশ।
বেসরকারিকরণ ও ফি বৃদ্ধি: বর্তমান সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, মুখে শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা বললেও বাস্তবে শিক্ষা সংস্কার কমিশন গঠন না করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়ছে।
ছাত্র সংসদ ও গণতান্ত্রিক পরিবেশ: সাম্প্রতিক ডাকসু, রাকসু, জাকসু ও চকসু নির্বাচনকে ‘অবাধ ও গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করে বক্তারা বলেন, প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্ত করে গুপ্ত সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।
মব জাস্টিস ও সাম্প্রদায়িকতা: উদীচী, ছায়ানট ও বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা এবং শ্রমিক দিপু দাসকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে সংগঠন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরিশেষে, শোষণমুক্ত সমাজ নির্মাণ ও শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

—সংবাদ বিজ্ঞপ্তি