বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: শিবগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই নাটকীয় ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু শনিবার রাতে নিজ গ্রামে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। ওই সময় এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার কয়েকশ’ আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।”
এদিকে, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।