Home চা শিল্প ছোটলেখা চা বাগান: শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা

ছোটলেখা চা বাগান: শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাগানের ম্যানেজার শাকিল আহমদ ও পঞ্চায়েত সভাপতি নানু মিয়ার অপসারণ দাবিতে শনিবার থেকে আন্দোলনে নেমেছেন বাগানের শ্রমিকরা। প্রথমদিন তারা ধর্মঘট পালন করে এবং ম্যানেজারকে এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখেন।

শনিবার শ্রমিকদের এই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত হলেও রোববার সকালে বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিশ টানিয়ে দিলে শ্রমিকদের মধ্যে আবারো ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা ফের আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যানেজার ও পঞ্চায়েত সভাপতি নানা রকম হয়রানি ও নির্যাতন করে আসছেন।

সরেজমিনে গেলে দেখা যায়, শত শত শ্রমিক চা কারখানা ও ম্যানেজারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। শ্রমিক সোহেল রানা, নয়ন মির্জা, সুজন ঠাকুরিয়া ও হাকিম সরদার জানান, “আমরা নিয়মিত মজুরি, চিকিৎসা, বসতঘর মেরামত ও পানির সমস্যার কথা বললে ম্যানেজার ও পঞ্চায়েত সভাপতি আমাদের হুমকি দেন। আমরা অতিষ্ঠ হয়ে ধর্মঘটে যাই এবং ম্যানেজারকে বের হতে দিইনি।”

তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে বাগানের জেনারেল ম্যানেজার (জিএম) মনিরুজ্জামান লিটন শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দেন যে, ম্যানেজার ও পঞ্চায়েত সভাপতির অপসারণ করা হবে। এরপরই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু রোববার সকালে অফিসের নোটিশ বোর্ডে ‘বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ ঘোষণা দেখে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা জানান, তাদের আন্দোলনের জবাবে পুলিশ এনে হয়রানির চেষ্টা চলছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরদিকে বাগানের জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান লিটন জানান, “শ্রমিকরা বেআইনি ধর্মঘট করে বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেছে। ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি আশঙ্কায় কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এখনও কোনো পক্ষের সঙ্গে আপস বা মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়নি।