Home Second Lead আমির খসরুর গণসংযোগে সাধারণ মানুষের বাঁধভাঙ্গা জোয়ার

আমির খসরুর গণসংযোগে সাধারণ মানুষের বাঁধভাঙ্গা জোয়ার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:
 মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬। চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর নালাপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। জাতীয় রাজনীতি সামলানোর পাশাপাশি নিজ নির্বাচনী এলাকায় তার এই সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করেছে।
জনতার ভালোবাসায় সিক্ত আমির খসরু
এলাকায় পৌঁছানোর পর থেকেই অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। কেবল ভোটাররা নন, বয়স্ক নারী-পুরুষ থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরাও ঘরের বাইরে বেরিয়ে আসেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। কেউ তাকে ছুঁয়ে দেখতে চাইছিলেন, কেউবা হাত মিলিয়ে কুশল বিনিময় করছিলেন।
অনেক বছরের ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ এবার ১২ ফেব্রুয়ারির অপেক্ষা করছেন কেবল আমির খসরুকে ভোট দিয়ে নিজেদের হারানো স্বাদ ফিরে পাওয়ার জন্য। এর আগেও তিনি সংসদ সদস্য ছিলেন, তবে এবারের জনস্রোত ও মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াকে স্থানীয়রা বলছেন ‘ঐতিহাসিক’।
গণসংযোগের সময় আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখা গেছে চিরচেনা ক্যাজুয়াল অথচ স্মার্ট পোশাকে। তিনি পরেছিলেন শার্ট, জিনসের প্যান্ট এবং তার ওপর একটি জ্যাকেট।  দীর্ঘ সময় ধরে গণসংযোগ করলেও তার চেহারায় ক্লান্তির লেশমাত্র ছিল না, বরং ছিল জয়ের এক প্রশান্ত ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি অত্যন্ত সহজভাবে সবার সাথে কথা বলছিলেন।
নেতার জোরালো বক্তব্য
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন:

“এ দেশের জনগণের ওপর একটি বিশেষ দলের আস্থা নেই, আবার জনগণেরও তাদের ওপর আস্থা নেই। তারা বিদেশের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন ও মুক্তকামী। যারা বিদেশের ওপর নির্ভর করে রাজনীতি করে, জনগণ তাদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন যে, বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যার সমাধান, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া হবে।
সাথী নেতৃবৃন্দ
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন প্রমুখ।
অবস্থা দেখেমনে হয়েছে পুরো এলাকা জুড়ে এখন যেন একটাই সুর—বঞ্চিত মানুষের আস্থার প্রতীক হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীকেই আবারও সংসদে দেখতে চায় চট্টগ্রামের মানুষ।