বিজনেসটুডে২৪ ডেস্ক: সময়ের সাক্ষী হয়ে পৃথিবীর ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষাৎ বহন করে চলছে এক কচ্ছপ। নাম তার জনাথন। বয়স আনুমানিক ১৯১ বছর। পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত স্থল প্রাণী হিসেবে সে আজ এক জীবন্ত কিংবদন্তি।
১৮৩২ সালে জন্ম নেওয়া জনাথনের শৈশব কেটেছে ভিক্টোরিয়ান যুগে। শিল্পবিপ্লবের ধাপ পেরিয়ে আজকের আধুনিক প্রযুক্তি–নির্ভর দুনিয়ায়ও সে অটল থেকে গেছে জীবনের প্রবাহে। মানুষের প্রজন্মের পর প্রজন্ম বদলে গেছে, কিন্তু এই কচ্ছপ এখনো টিকে আছে সময়ের স্রোত বেয়ে।
সেন্ট হেলেনার নিরিবিলি আবাস
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ছোট্ট ব্রিটিশ ভূখণ্ড সেন্ট হেলেনা দ্বীপ এখন জনাথনের নিবাস। দ্বীপটির গভর্নরের সরকারি বাসভবন প্ল্যান্টেশন হাউসের বাগানেই কাটছে তার দিন। বিশাল আলডাব্রা জায়ান্ট কচ্ছপটির সঙ্গে আরও কয়েকটি কচ্ছপ রয়েছে, তবে বয়সের হিসেবে তাদের অনেক পেছনে ফেলে জনাথন হয়ে উঠেছে সবার শ্রদ্ধার প্রতীক।
বিশ্বরেকর্ডধারী প্রাণী
২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় জনাথনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থল প্রাণী হিসেবে। এই স্বীকৃতি শুধু তার দীর্ঘায়ুকেই প্রমাণ করে না, বরং প্রাণিজগতের বৈচিত্র্য ও স্থায়িত্বকেও নতুনভাবে চিনতে শেখায়।
বয়সের ছাপ
প্রায় দুই শতাব্দীর জীবন পেরিয়ে আসা জনাথন এখন আর চোখে তেমন ভালো দেখতে পায় না। ঘ্রাণশক্তিও কমে এসেছে। তবে সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন তার জন্য বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করা হয়—গাজর, বাঁধাকপি, শসা, আপেল ইত্যাদি। দ্বীপের পশুচিকিৎসকেরা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
জনাথনের তাৎপর্য
জনাথন এখন শুধু একটি কচ্ছপ নয়, বরং সময়ের সাক্ষী। সে মানুষকে মনে করিয়ে দেয়—প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের। দীর্ঘায়ু এই প্রাণী প্রমাণ করে, প্রকৃতির যথাযথ যত্ন নিলে জীবনের পরিধি কেমন বিস্ময়করভাবে দীর্ঘ হতে পারে।
দ্বীপের অধিবাসীরা জনাথনকে ভালোবেসে ডাকেন ‘জীবন্ত কিংবদন্তি’। শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা এই প্রাণী যেন এক নীরব বার্তাবাহক—সময় চলে যায়, মানুষ বদলায়, ইতিহাস লিখিত হয়, কিন্তু প্রকৃতি তার বিস্ময় ধরে রাখে নিজস্ব ছন্দে।