বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে জয়া আহসানের নাম অনায়াসেই উঠে আসে। অভিনয়গুণে যিনি দর্শকমনে জায়গা করে নিয়েছেন, এবার জানালেন নিজের মিষ্টিপ্রেমের কথা।
বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় জয়া। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। সামনে রয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’ মুক্তির অপেক্ষা, ১ আগস্ট থেকে এটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী ২’-এর শ্যুটিংও চলছে। সব মিলিয়ে জয়ার এখন ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে।
কলকাতায় শ্যুটিং, ডাবিং ও প্রোমোশনের সূত্রে তাঁর যাতায়াত এখন নিয়মিত। এমনকি এই শহরকেই তিনি নিজের ‘সেকেন্ড হোম’ বলে মনে করেন। সম্প্রতি কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জয়া। সেখানেই তিনি জানান, কোন কোন বাঙালি মিষ্টি তাঁর সবচেয়ে পছন্দের।
অনুষ্ঠানের মঞ্চে হাসিমুখে জয়া বলেন, ‘‘আগে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করতাম না। কিন্তু কলকাতা শহর আমাকে মিষ্টির স্বাদ চিনিয়েছে।’’ এই মন্তব্যেই পরিষ্কার, বাংলার ঐতিহ্যবাহী খাবারের প্রতি জয়াও দুর্বল হয়ে পড়েছেন।
তাঁর প্রিয় মিষ্টির তালিকায় রয়েছে—রসগোল্লা, চমচম, বেকড রসগোল্লা এবং নলেন গুড়ের তৈরি মিষ্টি। পাশাপাশি তিনি বিশেষ ভালোবাসেন মতিচুরের লাড্ডু। যদিও তাঁর রূপ ও ফিটনেস দেখে অনেকে ভাবতেই পারেন, তিনি বুঝি একটিও মিষ্টি খান না।
তবে এক্ষেত্রে নিজেই রহস্য ভেঙে দিলেন জয়া। বললেন, ‘‘একটা পুরো খাই না ঠিকই, তবে একটু ভেঙে খেতে খুব ভালো লাগে।’’
চল্লিশ পেরিয়েও জয়ার সৌন্দর্য ও পরিপাটি উপস্থিতি আজও বহু তরুণী ও অনুরাগীর জন্য অনুপ্রেরণা। কীভাবে নিজেকে এত ফিট ও প্রাণবন্ত রাখেন, সেই রহস্য আজও অধরাই রয়ে গেছে। তবে তাঁর পছন্দের তালিকায় মিষ্টির নাম দেখে বোঝাই যায়, ব্যালান্সই মূল চাবিকাঠি।
দুই বাংলার চলচ্চিত্রপাড়ায় যখন একের পর এক কাজ আর পুরস্কারে ভূষিত হচ্ছেন জয়া, তখন এক ঝলক ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জানালাটা খোলায় যেন অনুরাগীদের আরও এক ধাপ কাছে এলেন এই অভিনেত্রী।