Home Second Lead জাবি ক্যাম্পাসে রাতভর বহিরাগতদের জড়ো হওয়া, শিবির সমর্থকদের ভিড়

জাবি ক্যাম্পাসে রাতভর বহিরাগতদের জড়ো হওয়া, শিবির সমর্থকদের ভিড়

রাত ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে সেখানে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফজাল হোসাইন বলেন, “১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করার পর থেকেই নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এখন পরিস্থিতি কেমন, সেটাই খোঁজ নিতে এসেছি।” তবে কিছুক্ষণ পর তিনি বাইকে করে স্থান ত্যাগ করেন। তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন।

এদিকে রাত গভীর হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে বহিরাগতদের জটলা লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্রশিবিরের সমর্থকেরা বিপুল সংখ্যায় গেটগুলোর সামনে জড়ো হন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ভালো ফলাফল তাদের উৎসাহিত করেছে। সেই ধারাবাহিকতায় তারা জাহাঙ্গীরনগরের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

রাত দেড়টার দিকে ডেইরি গেট এলাকায় প্রায় ২০০ জন, প্রান্তিক গেটে আরও ২০০ জন এবং বিশমাইল গেটে শতাধিক বহিরাগত অবস্থান করতে দেখা যায়। তারা সবাই জাকসু নির্বাচনের ফলাফল শোনার অপেক্ষায় ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম এ বিষয়ে বলেন, “বিষয়টি আমি জানতাম না। এখনই সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা গিয়ে পরিস্থিতি দেখবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়া নিয়ে নানা অনিয়ম ও অভিযোগ তুলে ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং নতুন করে জাকসু নির্বাচন দেওয়ার দাবি জানায়।