Home First Lead জাহাঙ্গীরনগরে ভোট গণনা শেষ, এবার অপেক্ষা ফলাফলের

জাহাঙ্গীরনগরে ভোট গণনা শেষ, এবার অপেক্ষা ফলাফলের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোটগণনা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।

জানা গেছে, ভোটগণনা শেষ হলেও ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭টায়। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এদিকে নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।

মাফরুহী সাত্তার অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। আমাকে নানা চাপ দেওয়া হচ্ছিল যাতে পদত্যাগ না করি। গতকাল থেকেই চাপ ছিল। তবে এখন পদত্যাগ না করলে ভবিষ্যতে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন উঠবে কেন পদত্যাগ করিনি।’

অন্যদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান এই পদত্যাগের সমালোচনা করেছেন। তার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই কমিশনের এক সদস্য পরিকল্পিতভাবে পদত্যাগ করেছেন।

👉 সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ফল প্রকাশের পর জানা যাবে জাকসু ও হল সংসদের নেতৃত্ব কারা পাচ্ছেন।