Home আকাশপথ ভারতের যুদ্ধবিমান এবার ভেঙে পড়লো ‍গুজরাটে

ভারতের যুদ্ধবিমান এবার ভেঙে পড়লো ‍গুজরাটে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: এবার ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ভেঙে পড়লো গুজরাটের জামনগরে। বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর এএ জাগুয়ার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। আহত হয়েছেন একজন পাইলট। আরও একজন পাইলটের খোঁজ চলছে।

যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। অনলাইনে ভেঙে পড়া বিমানের একটি ভিডিওতে  দেখা গেছে, বিমানের বেশ কিছু জ্বলন্ত টুকরো এবং ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহত পাইলটকেও মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমানটি আম্বালা বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়েছিল বলে জানা গেছে । এর ঠিক মাসখানেক আগে হরিয়ানার পঞ্চকুলার কাছে সিস্টেমে ত্রুটির কারণে আরও একটি বিমান ভেঙে পড়ে।