মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শারিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে রামগড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৫ মে রামগড় সরকারি কলেজের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করা হয়।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের নেতা আজিজুল হক রোমন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নুরুল ইসলাম রাজু। তিনি শাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।
জেলা ছাত্রদলের সদস্য ও পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল নিশাত, সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য একরাম হোসেন, আল-আমিনসহ বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আজকের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। আমাদের অনেক সহযোদ্ধা ইতিমধ্যে নিহত হয়েছেন এবং তাদের বিচার হয়নি। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তবে সহ্য করার সীমা আছে।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ছাত্রদলের ভাইদের গায়ে হাত তোলার আগে কেউ একশোবার ভাবুক। আর পেছনে ঠেলে দেওয়া যাবে না। ছাত্রদলের রক্ত বৃথা যাবে না।”
বক্তারা নিহত শাম্য ও ফারভেজের আত্মার মাগফিরাত কামনা করে, পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারকে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। অন্যথায় ছাত্রদল কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।