Home First Lead রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যাবে ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যাবে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী জুন মাসে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এ আলোচনার মধ্য দিয়েই একটি জাতীয় সনদের রূপরেখা তৈরি সম্ভব বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা।”

সংস্কার নিয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, “যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে একধরনের ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে জুলাই নাগাদ একটি জাতীয় সনদ তৈরি হতে পারে। তখনই বাস্তবায়নের প্রক্রিয়া সামনে আসবে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব নিয়ে আন্তরিক সমর্থন প্রকাশ করা হয়েছে। এটি তাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, দলগুলো নিজেরাই একটি পথ নির্ধারণে সক্ষম হবে।”

তবে এই সংস্কার সুপারিশ বাস্তবায়নের প্রশ্নে কমিশনের ক্ষমতা সীমিত—এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এটা নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ওপর। তারা কীভাবে অগ্রসর হবেন এবং রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে কীভাবে বাস্তবায়নের পথ তৈরি করবে, সেটাই এখন মূল প্রশ্ন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।