বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনকে ‘ফ্যাসিবাদী আইনে গঠিত’ এবং ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে কমিশন পুনর্গঠন ও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে আজ বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমান কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তারা একাধিকবার প্রমাণ করেছে, তারা নিরপেক্ষ নয়। বিগত সকল নির্বাচন আমরা অবৈধ বলেছি এবং প্রত্যাখ্যান করেছি। এখন সেই নির্বাচন বৈধ বলে মেনে নেওয়া দ্বিচারিতা। আমরা মনে করি, রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। তবে সেই নির্বাচন হতে হবে পুনর্গঠিত ও গ্রহণযোগ্য কমিশনের অধীনে।”
তিনি বলেন, “আমরা নির্বাচনের বিরোধিতা করিনি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার মধ্যে বিচার ও সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে পারে। প্রয়োজনে জাতীয় ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঠিক রেখে তার আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হোক। এতে জনগণ ও প্রশাসনের প্রস্তুতির বিষয়টিও যাচাই করা যাবে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আখতার হোসেন বলেন, “২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচন ও ইশরাক হোসেন বনাম তাপস মামলার ঘটনায় যে একপাক্ষিকতা দেখা গেছে, তা নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে। কমিশন মামলার বিবাদী হয়েও আদালতে কোনো সক্রিয় অবস্থান নেয়নি। বরং উচ্চ আদালতে আপিল না করে মামলার বাদীকে সুবিধা দিয়েছে বলে আমাদের মনে হয়।”
তিনি আরও বলেন, “রায় ঘোষণার আগেই প্রশাসক নিয়োগ দিয়ে পুরো মামলাটিকে অকার্যকর করে দেওয়া হয়। এরপর গেজেট প্রকাশেও নিয়মভঙ্গ হয়েছে। এসব ঘটনায় কমিশনের ভূমিকা পক্ষপাতমূলক ও অনৈতিক।”
আখতার হোসেন দাবি করেন, “এই রায়ের দৃষ্টান্ত সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের প্রার্থীরা আদালতের শরণাপন্ন হচ্ছেন। এতে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ছে। এই সংকটের একমাত্র সমাধান হলো নিরপেক্ষ কমিশনের অধীনে নতুন স্থানীয় সরকার নির্বাচন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা।