আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র মক্কা নগরীর জাবালে নূর (হেরা পর্বত), যেখানে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল, সেই ঐতিহাসিক পাহাড়ের পাদদেশেই এখন আধুনিক ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় দেখা যাচ্ছে। ২০২৬ সালের শুরু থেকেই হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।
প্রতিবেদনের মূল তথ্যসমূহ:
- স্থান: জাবালে নূরের পাদদেশ, মক্কা, সৌদি আরব।
- পরিচালনায়: রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড দ্য হোলি সাইটস।
- মূল লক্ষ্য: ওহী নাজিলের ইতিহাস এবং পবিত্র কোরআনের গুরুত্ব আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরা।










