বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তবে জামায়াতের পূর্ববর্তী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ব্যবহারের বিষয়ে আপাতত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় বিবেচনা করতে বলা হয়েছে।
রবিবার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আশফাকুল ইসলাম, জোবায়ের রহমান চৌধুরী এবং মো. রেজাউল হক।
সকাল থেকে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে শুনানির জন্য রাখা হয়। এর আগে গত ১৪ মে শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
এই রায়ের ফলে দীর্ঘ এক যুগ পর আবারো বাংলাদেশে নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরার সুযোগ পেল জামায়াতে ইসলামী। এমনকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার পথও খুলে গেল।
জামায়াতের নিবন্ধন বৈধ কি না তা নিয়ে ২০০৯ সালে একটি রিট আবেদন করা হয়েছিল। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে আদালত সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছিল। পরবর্তীতে জামায়াত নিয়ম মেনে নিয়মিত আপিল করে এবং সেই আপিলের শুনানিই শেষ হলো আজ, রায়ের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যা কার্যকর করার আগেই জুলাই মাসে সেই সরকার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায়।
📌 আপনি কী মনে করেন, জামায়াতের রাজনৈতিকভাবে ফেরা নিয়ে আপনার মতামত জানান নিচের মন্তব্য ঘরে।
🗳️ আরও রাজনৈতিক খবর জানতে নিয়মিত পড়ুন বিজনেসটুডে২৪.কম
📲 এখনই শেয়ার করুন প্রতিবেদনটি, জানুন বন্ধুরাও এই রায় সম্পর্কে।