বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর : আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরের জনপদ পঞ্চগড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।
আজ (২৩ জানুয়ারি) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের জনসভায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যের মূল পয়েন্টসমূহ:
কৃষি-ভিত্তিক শিল্পায়ন: উত্তরবঙ্গকে দেশের “কৃষি-ভিত্তিক শিল্প রাজধানী” হিসেবে রূপান্তরের ঘোষণা।
চিনি কল পুনরুজ্জীবিতকরণ: উত্তরের সকল বন্ধ চিনি কল পুনরায় চালু করে বেকারত্ব দূরীকরণ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি।
বৈষম্য নিরসন: স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের প্রতি চলমান “বিমাতাসুলভ আচরণ” এবং অবহেলা বন্ধের অঙ্গীকার।
পাচারকৃত অর্থ উদ্ধার: বিগত সরকারগুলোর আমলে বিদেশ পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার দাবি।
স্বাস্থ্যসেবা: প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের মহাপরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ে একটি আধুনিক মেডিকেল কলেজ করার ঘোষণা।
ভিন্ন দৃষ্টিভঙ্গি: আঞ্চলিক অর্থনীতির ওপর গুরুত্বারোপ
গতানুগতিক রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে ডাঃ শফিকুর রহমানের এই বক্তব্যে আঞ্চলিক অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর বিশেষ জোর দেখা গেছে। উত্তরবঙ্গকে কেবল খাদ্য সরবরাহের উৎস হিসেবে না দেখে সেটিকে একটি শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা মূলত স্থানীয় সম্পদ ও শ্রমশক্তির সঠিক ব্যবহারের ইঙ্গিত দেয়। চিনি কল চালুর বিষয়টি এই অঞ্চলের প্রান্তিক কৃষকদের ভাগ্য পরিবর্তনের একটি বড় কৌশল হতে পারে।










