Home Third Lead চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক, স্বাধীন আরাকান মুসলিম রাষ্ট্রের প্রস্তাব

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক, স্বাধীন আরাকান মুসলিম রাষ্ট্রের প্রস্তাব

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ‘স্বাধীন আরাকান মুসলিম রাষ্ট্র’ গঠনের প্রস্তাব তুলে ধরে জামায়াত।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থা কোনো সমাধান নয়। তাদের নিজ ভূমিতে ফেরাতে স্বাধীন আরাকান রাষ্ট্রের প্রস্তাব দিয়েছেন তারা।

তিনি জানান, পার্টি টু পার্টি বৈঠকে চীনা প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দরে চীনা বিনিয়োগের আহ্বান জানান জামায়াত নেতারা।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, শিক্ষা খাতে স্কলারশিপ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। চীনা প্রতিনিধিরা জানান, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন ও স্বাধীন আরাকান রাষ্ট্রের প্রস্তাব চীন সরকারের কাছে উত্থাপন করবেন।

ডা. তাহের আরও জানান, চীনা প্রতিনিধিরা জামায়াতে ইসলামীর জন্য আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতও চীনা প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবে।

এ বৈঠকে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।

চীনের প্রতিনিধি দল বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচন প্রসঙ্গেও খোঁজখবর নেয়। তবে তারা বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির কথা পুনর্ব্যক্ত করে।