বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট আয়োজনের বিরোধিতা করছে, তারা আসলে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের ফলাফলেই ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট চায় না, তারা ডাকসু নির্বাচনে পরাজয়ের ভয় পেয়েছে। ডাকসুতে হেরে যাওয়ার পর তারা জাকসু, চাকুস, রাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন বন্ধে নানা ষড়যন্ত্র করেছে—এটি শিক্ষার্থীদের পাশাপাশি পুরো দেশ দেখেছে। তারা জানে, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে নিজেদের পরাজয় নিশ্চিত। তাই গণভোট নিয়েও তারা একই ভয় দেখছে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের সময় বিএনপি ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে জামায়াতে ইসলামী। আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়—জনগণের আস্থা ফিরে পেতে হলে তাদের সেই নীতিতে ফিরতে হবে।”
গণভোট প্রসঙ্গে তাহের বলেন, “সময়ক্ষেপণ করে লাভ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট অবশ্যই হতে হবে। যতই বিলম্ব করা হোক, আগে গণভোট তারপর নির্বাচন। অন্যথায় জনগণ বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আবারও রাজপথে নামবে।”
তিনি আরও বলেন, “সংকট সৃষ্টি না করে চলতি মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এটাই জনগণের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।








