বিনোদন ডেস্ক: বলিউডে নতুন জুটি হিসেবে আসছেন অভিনেতা লক্ষ্য ও জাহ্নবী কাপুর। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে একটি রোমান্টিক ছবি, যেখানে এই দুই তারকাকে জুটি হিসেবে দেখা যাবে। এই ছবির মাধ্যমে চতুর্থবারের মতো ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন লক্ষ্য।
প্রথমদিকে ‘দোস্তানা ২’ ছবির মাধ্যমেই লক্ষ্য ও জাহ্নবীকে একসঙ্গে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি জানা গেছে, জাহ্নবী সেই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পরিবর্তে ছবিটিতে অভিনয় করছেন অভিনেত্রী প্রতিভা রত্না।
তবে জাহ্নবী ও লক্ষ্যকে নিয়ে করণ জোহরের নতুন ছবির খবর বলিউডে ইতিমধ্যেই জোর গুঞ্জন তুলেছে। শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’–এর মাধ্যমে লক্ষ্য সম্প্রতি আলোচনায় এসেছেন। তাঁর অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।
আগামী দিনে লক্ষ্যকে দেখা যাবে অনন্যা পাণ্ডের বিপরীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে। পাশাপাশি ‘দোস্তানা ২’–এর কাজও চলমান রয়েছে তাঁর হাতে। এইসব কাজের মধ্যেই করণ জোহরের নতুন প্রজেক্টে জাহ্নবীর সঙ্গে তাঁর রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।