Home আন্তর্জাতিক ইসরায়েলের হাতে আটক মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকরা মুক্ত

ইসরায়েলের হাতে আটক মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকরা মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়ালালামপুর: ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক সহায়তা মিশনের সঙ্গে থাকা ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে মুক্তি দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শনিবার জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা বর্তমানে দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দরের পথে রয়েছেন। সেখান থেকে তারা বিশেষ ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছাবেন।

বর্তমানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) কোয়ালিশনের নয়টি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় অবস্থান করছে। বহরটি গাজার উপকূল থেকে ৪০০ নটিক্যাল মাইলেরও কম দূরত্বে রয়েছে।

মানবিক সহায়তা সংস্থা হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়া (মাইকেয়ার)-এর প্রধান নির্বাহী কামরুল জামান শহরুল আনোয়ার জানিয়েছেন, এই মিশনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীদের গাজায় পৌঁছে দেওয়া।

বহরের সবচেয়ে বড় জাহাজ কনশিয়েন্স–এ আটজন মালয়েশিয়ান রয়েছেন। জাহাজটিতে প্রায় পাঁচ লাখ রিঙ্গিত মূল্যের মানবিক সহায়তা সামগ্রী রয়েছে, যার মধ্যে চিকিৎসা সরঞ্জাম ও শিশুদের খাদ্যও অন্তর্ভুক্ত।

মানবিক সহায়তা বহরের অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজরদারি বাড়ছে। গাজার চলমান অবরোধ ও মানবিক সংকটের মধ্যে এই ফ্লোটিলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।