Home বিনোদন দেবী চৌধুরানীতে নতুন রূপে ধরা দেবেন শ্রাবন্তী

দেবী চৌধুরানীতে নতুন রূপে ধরা দেবেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: আবারও বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার দর্শকরা খুব শীঘ্রই নতুন এক সিনেমায় তাঁদের রসায়ন দেখতে পাবেন। জানা গিয়েছে, ছবিটি সাংবাদিকতা এবং সাংবাদিকদের জীবন ঘিরে এক থ্রিলার কাহিনি নিয়ে নির্মিত হবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই জুটি। পরিচালনার দায়িত্বে থাকছেন সাই প্রকাশ। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ব্যানারে অক্টোবরে শুরু হবে ছবিটির শুটিং।

চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল জিতু-শ্রাবন্তী অভিনীত রোমান্টিক কমেডি বাবুসোনা। হালকা মেজাজের সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। তবে নায়ক-নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছিল। টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, তাঁরা প্রেমে মজেছেন। যদিও এ বিষয়ে দু’জনেই চুপ থেকেছেন এবং নিজেদের সম্পর্ককে কেবল বন্ধুত্বের তকমা দিয়েছেন।

এদিকে ২৮ আগস্ট জিতু কমলের জন্মদিন। জন্মদিনের বিশেষ দিনটি সম্ভবত কাটবে ব্যস্ততার মধ্যেই। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন বেশ প্রশংসিত। তবে সম্প্রতি ব্যক্তিগত মনোমালিন্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দু’জনে। দিতিপ্রিয়া প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, জিতু তাঁকে নানা সময়ে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। জিতু পাল্টা সাফাই দিয়ে সামাজিক মাধ্যমে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। ঘটনার জেরে দর্শকমহল বিভক্ত হলেও পরে প্রোডাকশন হাউসের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটে। দিতিপ্রিয়া নিজেই একটি পোস্টে বিষয়টি মিটে যাওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে, শ্রাবন্তী এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি দেবী চৌধুরানী-র প্রচারণা নিয়ে, যা মুক্তি পাবে আগামী ২৮ সেপ্টেম্বর। শিশুশিল্পী হিসেবে মায়ার বাঁধন দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করা শ্রাবন্তী ২০০৩ সালে চ্যাম্পিয়ন ছবিতে জিতের বিপরীতে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর থেকে তিনি একের পর এক বাণিজ্যিক হিট ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক কাজেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। দেবী চৌধুরানীতে তাঁকে নতুন রূপে দেখা যাবে বলেই জানিয়েছেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর মতে, এই চরিত্রের জন্য শ্রাবন্তী নিজেকে একেবারেই ভেঙে নতুনভাবে তৈরি করেছেন।