Home বিনোদন জিয়া শঙ্কর ও অভিষেক মালহানের ভাইরাল ছবি নিয়ে তুঙ্গে বিতর্ক

জিয়া শঙ্কর ও অভিষেক মালহানের ভাইরাল ছবি নিয়ে তুঙ্গে বিতর্ক

জিয়া শঙ্কর ও অভিষেক

বাগদান নাকি পাব্লিসিটি স্টান্ট? 

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়া সেনসেশন ও বিগ বস ওটিটি-খ্যাত জুটি জিয়া শঙ্কর এবং অভিষেক মালহান ফের সংবাদ শিরোনামে। ২০২৬ সালের জানুয়ারির শুরুতেই এই জুটির একটি রহস্যময় ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়, যা দেখে ভক্তদের মধ্যে তাদের গোপন বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে ঐতিহ্যবাহী পোশাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, যা মুহূর্তেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ভাইরাল হওয়া সেই ছবিতে জিয়াকে একটি ভারী নকশা করা লেহেঙ্গা এবং অভিষেককে শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। নেটিজেনদের একাংশ দাবি করেন যে, তারা গোপনে আংটি বদল সেরে ফেলেছেন।
তবে কয়েক দিন নিরব থাকার পর জানুয়ারির মাঝামাঝি সময়ে এই রহস্যের জট খোলেন খোদ তারকারাই। তারা জানান, ভাইরাল হওয়া সেই ছবিটি আসলে তাদের আসন্ন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের অংশ ছিল।
এই ঘোষণার পরপরই শুরু হয় নতুন বিতর্ক। ভক্তদের একটি বড় অংশ বিষয়টিকে নিছক ‘পাব্লিসিটি স্টান্ট’ বলে অভিহিত করেছেন। অনেকের মতে, শুধুমাত্র সস্তা প্রচারের উদ্দেশ্যে এবং দর্শকদের বিভ্রান্ত করতেই এই ধরনের ছবি পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল।
বিশেষ করে বিগ বস থেকে বেরিয়ে আসার পর এই জুটির ব্যক্তিগত রসায়ন নিয়ে বারবার জল্পনা তৈরি হলেও প্রতিবারই তা পেশাদার কাজের মোড়কে সামনে আসায় বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ অনুগামীরা।
বর্তমানে ‘জিয়াভিষেক’ ভক্তরা দুই ভাগে বিভক্ত। একদিকে যেমন কেউ কেউ তাদের নতুন প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে বড় একটি অংশ এই ধরণের প্রচারণামূলক কৌশলের কড়া সমালোচনা করছেন।
জল্পনা ও বিতর্কের এই মিশ্রণ জানুয়ারি মাসে বলিউডের অন্যতম আলোচিত বিষয় হিসেবে জায়গা করে নিয়েছে।