Home আইন-আদালত জুলাই গণহত্যা: হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা: হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে অভিযোগ দাখিল

শেখ হাসিনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার, ১ জুন ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এতে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে শেখ হাসিনার সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, যা একাধিক জেলায় নির্বিচার হত্যাকাণ্ডে রূপ নেয়। নিহত হন প্রায় দেড় হাজার নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষ।

এর আগে ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে, যেখানে শেখ হাসিনাকে ‘প্রধান নির্দেশদাতা’ হিসেবে চিহ্নিত করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে পরিকল্পিতভাবে সহিংসতা ঘটানো হয় এবং এতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের নির্দেশ আসে উচ্চপর্যায় থেকে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি এক আদেশে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেই সময়সীমা নির্ধারণ করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর অন্য একটি মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য ট্রাইব্যুনাল দুই মাসের সময়সীমা নির্ধারণ করেছিল।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সরকার ব্যবস্থার শীর্ষ পদে থেকে দেশের সংবিধান, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্দোলনকারীদের ওপর হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেন। অভিযোগে আরও বলা হয়, বিচার ও জবাবদিহিতার পরিবেশ নষ্ট করতে রাষ্ট্রীয় মদতে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।