বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের প্রবেশদ্বার ক্বীন ব্রিজের মুখ থেকে শুরু করে আম্বরখানা, জিন্দাবাজার কিংবা শাহজালাল (রহ.)-এর মাজার এলাকা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ১২ ফেব্রুয়ারির ‘ডাবল ভোট’। একদিকে সংসদ সদস্য নির্বাচনের লড়াই, অন্যদিকে রাষ্ট্রের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই চার্টার’ বা গণভোট।
১. গণভোট আসলে কী?
সহজ কথায়, গণভোট হলো সরাসরি জনগণের মতামত গ্রহণ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা একটি পৃথক ব্যালট পেপারে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন। এটি মূলত ‘জুলাই চার্টার (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর জনমত যাচাই। এর প্রধান উদ্দেশ্যগুলো হলো:
- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়া।
- সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) করা।
- প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা।










