Home জাতীয় . ১ জুলাই থেকে সারাদেশে এনসিপির ‘দেশ গড়তে পদযাত্রা’

. ১ জুলাই থেকে সারাদেশে এনসিপির ‘দেশ গড়তে পদযাত্রা’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ ও যোদ্ধাদের স্মরণে সারাদেশে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এই কর্মসূচি ১ জুলাই শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত।

রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। এরপর সারা দেশের জেলায় জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়, শহীদ পরিবারদের কাছে যাওয়া ও আহত যোদ্ধাদের খোঁজখবর নেওয়া হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই গণ–অভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই অধ্যায়ের উত্তরসূরিদের কথা শুনে আমরা ভবিষ্যতের পথ ঠিক করব।’’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালিত হবে। ৩ আগস্ট ছাত্র–জনতার পক্ষ থেকে শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার’ পাঠ করা হবে। আর ৫ আগস্ট উদ্‌যাপন করা হবে ‘ছাত্র–জনতার মুক্তি দিবস’।

নাহিদ বলেন, ‘‘সরকার ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু তারা তা করেনি। সকলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। তাই এবার আমরা নিজেরাই ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট তা পাঠ করব।’’

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক অনিক রায় উপস্থিত ছিলেন।