Home Second Lead সিলেটে জুলাই পদযাত্রা: জনস্রোতে মুখর চৌহাট্টা, সাহসের আহ্বানে এনসিপি

সিলেটে জুলাই পদযাত্রা: জনস্রোতে মুখর চৌহাট্টা, সাহসের আহ্বানে এনসিপি

সিলেটে জুলাই পদযাত্রা।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সুনামগঞ্জ থেকে যাত্রা শুরু করে ‘জুলাই পদযাত্রা’ শেষপর্যন্ত পৌঁছেছে সিলেট শহরে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একত্র হয়ে পদযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। জনস্রোতে মুখর হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। চৌহাট্টা হয়ে পদযাত্রা এগিয়ে চলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভিমুখে।

সিলেটে প্রবেশের পূর্বে এনসিপির নেতৃবৃন্দ শহীদ রুদ্র তোরণে শ্রদ্ধা নিবেদন করেন। গত জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতদিন গোলামের জীবন যাপন করেছি। হলে সাধারণ শিক্ষার্থীরা নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা শপথ নিয়েছি—আর কখনও গোলামী করবো না।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে। প্রতিটি হলে উন্নত খাবার নিশ্চিত করতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকতে হবে। পাশাপাশি একাডেমিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা জরুরি।” শাবিপ্রবির উদাহরণ টেনে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে এই ক্যাম্পাস সাহসিকতার যে দৃষ্টান্ত রেখেছিল, তা দেশজুড়ে অনুপ্রেরণার উৎস হয়েছে।”

শুক্রবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম

শুক্রবার সারা দিনজুড়ে পদযাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায় নগরজুড়ে। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো মানুষ ভিড় করেন চৌহাট্টা এলাকায়। নিরাপত্তা নিশ্চিতে সিলেট মহানগর পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বৃহস্পতিবার রাতেই পুলিশের শীর্ষ কর্মকর্তারা মঞ্চ এলাকা ঘুরে দেখেন। মূল সমাবেশস্থল শহীদ মিনার এলাকা ও চৌহাট্টার আশপাশের সড়কজুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও নানা রকমের পোস্টারে ভরপুর। নগরজুড়ে তৈরি হয় একাধিক তোড়ন।

নাহিদ ইসলাম বলেন, “গত এক বছরে অনেক চাওয়া পূরণ হয়নি। তবুও দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি আবহ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণরাই।”

সিলেটে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে এনসিপি আবারও জানান দিল, তারা শুধু রাজনৈতিক শক্তি নয়, বরং একটি প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।