Home সারাদেশ যশোরে বঙ্গবন্ধু মুর‌্যাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

যশোরে বঙ্গবন্ধু মুর‌্যাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা ধারণ করবে ১৮ ফুট উচ্চ স্মৃতিসৌধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যাল অবশেষে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বুলডোজার ব্যবহার করে মুর‌্যালটি সরিয়ে ফেলা হয়। এখন সেখানে গড়ে উঠছে নতুন এক স্মারক জুলাই শহীদ স্মৃতিসৌধ’।

আগামীকাল সোমবার সকাল ১১টায় এই স্মৃতিসৌধ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে যশোর গণপূর্ত অধিদপ্তর।

স্মৃতিসৌধ নির্মাণ: ইতিহাস ও জনস্মৃতির সংরক্ষণ

নতুন স্মৃতিসৌধটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে। এই আন্দোলনকে কেন্দ্র করেই নির্মিত স্মৃতিসৌধটি হবে ১৮ ফুট উচ্চ এবং ৬ ফুট প্রস্থবিশিষ্ট।
এটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি একটি আন্দোলনের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে সচেতন করে তুলবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন,“এই স্মৃতিসৌধে জনগণের মুখে মুখে উচ্চারিত সেই সময়ের উদ্দীপনামূলক স্লোগানগুলো স্থায়ীভাবে খোদাই করা হবে। এতে প্রতিবাদের ভাষা, সাহস, এবং জাতির প্রতিরোধের মনোভাব ফুটে উঠবে।”

যানজট নিরসনেও ভূমিকা রাখবে প্রকল্প

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, “মুর‌্যাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকার প্রাচীর ভেঙে সেটিকে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে। এতে করে বকুলতলা অঞ্চলের যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন এই বিন্যাস।”

যৌথ উদ্যোগ, নির্ধারিত বাজেট

স্মৃতিসৌধ নির্মাণ কাজটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ-এর যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের জন্য মোট ১৪ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রতীক হিসেবে গড়ে উঠার প্রত্যাশা

স্থানীয় নাগরিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেকেই মনে করছেন, এই স্মৃতিসৌধ একদিকে যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে চিহ্নিত করবে, অন্যদিকে তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

স্মৃতিসৌধটির নির্মাণ সম্পন্ন হলে এটি যশোরবাসীর জন্য একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।