Home বিনোদন হলিউডে গুঞ্জন, নতুন সম্পর্কে জেসিকা অ্যালবা

হলিউডে গুঞ্জন, নতুন সম্পর্কে জেসিকা অ্যালবা

জেসিকা অ্যালবা। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে কিছুটা দূরে থাকা হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা ফের আলোচনায়। প্রায় দেড় যুগের দাম্পত্য জীবনের ইতি টানার কয়েক মাসের মধ্যেই নতুন এক সম্পর্কের ইঙ্গিত মিলেছে এই মার্কিন তারকার জীবন থেকে।

সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে অ্যালবাকে এক অজানা পুরুষের সঙ্গে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনকে হাত ধরে হাঁটতে, মাঝে মাঝে আলিঙ্গন করতে ও পার্কের ডেক চেয়ারে পাশাপাশি বসে সময় কাটাতে দেখা গেছে। এমনকি দুজন একে অপরকে চুম্বন করতেও কুণ্ঠাবোধ করেননি। ওই সময় অ্যালবার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক রঙের হুডি ও সাদা টুপি।

এই দৃশ্য থেকেই জোরালোভাবে গুঞ্জন উঠেছে—জেসিকা অ্যালবা সম্ভবত নতুন সম্পর্কে জড়িয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে অ্যালবা ও তার প্রাক্তন স্বামী ক্যাশ ওয়ারেন ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন। সেখানে তারা জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়ে একে অপরের প্রতি সম্মান রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিন সন্তানের ভবিষ্যৎই এখন তাদের প্রধান অগ্রাধিকার।

২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় জেসিকা ও ক্যাশের। ২০০৮ সালে তারা বিয়ে করেন এবং তাদের ঘরে আসে তিন সন্তান। অল্প বয়সেই অভিনয়জীবন শুরু করা অ্যালবা ২০০০ সালে ‘ডার্ক অ্যাঞ্জেল’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ২০০৬ সালে ‘ম্যাক্সিম’-এর হট ১০০ তালিকায় জায়গা করে নেন তিনি। একই বছর তিনি ‘আস্কমেন’-এর ‘আকাঙ্ক্ষিত নারী’ তালিকায় শীর্ষে ছিলেন। ২০০৭ সালে এফএইচএম জরিপে তাকে বলা হয় “বিশ্বের সবচেয়ে যৌনআবেদনময়ী নারী”।

সাম্প্রতিক এই ঘটনা তার ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন হলিউড বিশ্লেষকরা।

📢 হলিউডের আলোচিত সম্পর্ক ও তারকাদের জীবন নিয়ে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন!
🔔 সর্বশেষ বিনোদন খবর সবার আগে পেতে আজই ফলো করুন বিজনেসটুডে২৪.কম।