বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ক্যারিয়ারে যুক্ত হলো এক আন্তর্জাতিক মাইলফলক। ইতালির রিমিনি ও রিচিওনে শহরে আয়োজিত ‘ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যাল’-এ তাকে সম্মানিত করা হয়েছে ‘ইতালিয়ান অডিও ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দিয়ে।
২৩ জুন থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৮ জুন পর্যন্ত। চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে বৈশ্বিক গল্প বলার দক্ষতা এবং সৃজনশীলতায় অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে এই সম্মাননা অর্জন নিঃসন্দেহে জ্যাকুলিনের জন্য যেমন বড় অর্জন, তেমনি গোটা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জন্যও এক গর্বের বিষয়।
এই উৎসবকে বলা হয় বিশ্ব অডিও-ভিজ্যুয়াল জগতের সৃজনশীলতার মিলনমেলা। বহু বছর পর, বন্ধ হয়ে যাওয়া ‘রোমা ফিকশন ফেস্ট’ উৎসবটি নতুন রূপে ফিরে এসেছে এই ফেস্টিভ্যালের মাধ্যমে। যেখানে বিশ্বের নানা দেশের নির্মাতা, অভিনেতা, লেখক ও কাহিনিকারগণ অংশ নিচ্ছেন।
এ বছর উৎসবে জ্যাকুলিনকে ঘিরে রয়েছে বিশেষ আগ্রহ। তিনি শুধু একজন বলিউড তারকাই নন, বরং দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী গ্লোবাল ফিগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তার অভিনয়, চরিত্রের গভীরতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তাকে করে তুলেছে ভিন্নধর্মী এক শিল্পী।
বছরের শুরুতে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার ছবি ফাতেহ-তে জ্যাকুলিনের পারফরম্যান্স বিশেষ প্রশংসিত হয়। দেশ-বিদেশের বিভিন্ন সমালোচক ছবিটিকে ‘সাহসী ও স্টাইলিশ’ আখ্যা দিয়েছেন। এরপর হাউজফুল-৫ ছবির সাফল্যে তার ক্যারিয়ার আরও একধাপ উপরে ওঠে।
জ্যাকুলিন ফার্নান্দেজ বর্তমানে একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত আছেন। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি নিয়মিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। ইতালিতে তার এই সম্মাননা প্রাপ্তি বলিউডের শিল্পীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।