টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় হঠাৎ এক ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের মধ্য শ্রুতিধর, চর নোহালীসহ কয়েকটি গ্রামে আকস্মিক এ ঝড় বয়ে যায়। ঝড়ে টিনের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে গাছপালা ও আধাপাকা ঘরবাড়ি। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।
আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। মাত্র কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে গ্রামজুড়ে তাণ্ডব চালায়। ঘরের টিন ও ছাউনি উড়ে যায়, অনেক স্থানে গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রস্তুত করা হচ্ছে।
ঘরবাড়ি ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়ের সময় তারা আতঙ্কে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছেন। মধ্য শ্রুতিধরের রফিক মিয়া বলেন, “হঠাৎ এত শক্তিশালী বাতাস এসে টিন উড়িয়ে দিল। আমরা দৌড়ে ঘরের বাইরে বের হতে পেরেছি। সব কিছু শেষ হয়ে গেছে। এখন কী হবে জানি না।”
চর নোহালীর তানিয়া খাতুন বলেন, “আমাদের ঘরের টিন সব উড়ে গেছে। ছোট ছোট শিশু ও বৃদ্ধ সবাই ভীত হয়ে গেছে। সরকারি সহায়তা না এলে আমাদের পরিবারগুলো খুব কষ্টে থাকবে।”
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন বলেন, “ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী এ ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের কাছে খবর এসেছে। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে।”