এভিয়েশন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান ভিয়েতনামের দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে সাময়িকভাবে ছিটকে পড়ে নিরাপত্তা এলাকায় চলে যায়। বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জেজু এয়ার সূত্রে জানানো হয়, ফ্লাইট নম্বর ৭সি২২১৭ যা ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। অবতরণের পর রানওয়ে দিয়ে ট্যাক্সি করার সময় বিমানটি হঠাৎ ডান পাশে থাকা নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ে। তবে কিছু সময়ের মধ্যেই তা মূল রানওয়েতে ফিরে আসে।
ঘটনায় বিমানের একটি ল্যান্ডিং গিয়ারের টায়ার ছিঁড়ে যায়। এরপর বিমানে থাকা ১৮৩ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরবর্তীতে বিমানটির ক্ষতিগ্রস্ত টায়ার পরিবর্তন করা হয় এবং ফিরতি ফ্লাইট ৭সি২২১৮ পরিচালনার জন্য দক্ষিণ কোরিয়া থেকে একই মডেলের আরেকটি বিমান পাঠানো হয়।
ফিরতি ফ্লাইটটি প্রায় ১৪ ঘণ্টার বেশি বিলম্বিত হয় এবং স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ৮ মিনিটে দা নাং থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এই রানওয়ে বিচ্যুতির ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটের ভুল তা নিশ্চিতভাবে বলা যায়নি।
জেজু এয়ার এই ঘটনায় যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছে। উল্লেখ্য, এ ধরনের ঘটনা দক্ষিণ কোরিয়ার বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। জেজু এয়ার, দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ বাজেট এয়ারলাইন, গত কয়েক বছরে একাধিক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে।