Home চট্টগ্রাম ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও: কর্ণফুলীতে ১২ তরুণ আটক

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও: কর্ণফুলীতে ১২ তরুণ আটক

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাজনৈতিক স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও ধারণ করায় ১২ তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার কালা মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক তরুণদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তাঁরা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন: ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, তরুণেরা রাস্তায় দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একটি টিকটক ভিডিও বানাচ্ছিলেন, যা মিছিলের মতো উপস্থাপন করা হয়েছিল। ঘটনাস্থলে জনসমাগম তৈরি হওয়ায় বিষয়টি পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ধারণরত অবস্থায় তাদের আটক করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, ‘তরুণদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ভিডিওটি কোনো ধরনের রাষ্ট্রীয় আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটাও তদন্তের আওতায় আনা হচ্ছে।’

তিনি আরও জানান, আটক তরুণদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, তরুণদের এমন কর্মকাণ্ড অনেকেই কৌতুকের চোখে দেখলেও এটি জনদায়িত্বপূর্ণ আচরণ নয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেতে অনেকেই দায়িত্বহীনভাবে এমন ভিডিও বানাতে গিয়ে আইনি ঝুঁকিতে পড়ছে।

 

 

📲 এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।
📝 আপনার মতামত জানান নিচের মন্তব্য ঘরে।
🌐 আরও আপডেট জানতে ভিজিট করুন: বিজনেসটুডে২৪.কম