Home বিনোদন ৮৭ বছর বয়সে প্রয়াত টেরেন্স স্ট্যাম্প: সুপারম্যান খলনায়কের বিদায়

৮৭ বছর বয়সে প্রয়াত টেরেন্স স্ট্যাম্প: সুপারম্যান খলনায়কের বিদায়

টেরেন্স স্ট্যাম্প
বিনোদন ডেস্ক: হলিউডের কিংবদন্তি অভিনেতা ও ব্রিটিশ তারকা টেরেন্স স্ট্যাম্প প্রয়াত হয়েছেন। ৮৭ বছর বয়সে রবিবার (১৭ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

টেরেন্স স্ট্যাম্পকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত করে তুলেছিল ডিসি কমিকস অবলম্বনে নির্মিত ‘সুপারম্যান’ সিরিজে তাঁর খলনায়ক জেনারেল জড চরিত্র। ১৯৭৮ সালের Superman এবং ১৯৮০ সালের Superman II ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকের মনে অমলিন হয়ে আছে।

দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ার

স্ট্যাম্প ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্ট এন্ডে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে Billy Budd চলচ্চিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পান এবং ক্যারিয়ারের শুরুতেই বিশ্ব চলচ্চিত্রে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর Far from the Madding Crowd (১৯৬৭), Theorem (১৯৬৮), The Limey (১৯৯৯), Valkyrie (২০০৮), The Adjustment Bureau (২০১১) এবং Last Night in Soho (২০২১) সহ অসংখ্য ছবিতে স্মরণীয় অভিনয় উপহার দিয়েছেন।

বিশেষ করে ১৯৯৪ সালের The Adventures of Priscilla, Queen of the Desert ছবিতে এক ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন আলোচনায় আসেন। এ চরিত্রের জন্য তিনি গোল্ডেন গ্লোব ও বাফটা মনোনয়ন পান।

শোকের ছায়া

বাফটা টেরেন্স স্ট্যাম্পের প্রয়াণে গভীর শোক জানিয়েছে এবং তাঁর দুটি মনোনয়নের কথা স্মরণ করেছে। সুপারম্যান ছবিতে সহ-অভিনেত্রী সারা ডগলাস ইনস্টাগ্রামে লিখেছেন, “টেরেন্স আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। যাঁরা তাঁর যত্ন নিয়েছিলেন তাঁদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”

বহুমাত্রিক ব্যক্তিত্ব

অভিনয়ের পাশাপাশি তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন। আত্মজীবনী The Ocean Fell Into the Drop সহ একাধিক বই প্রকাশ করেছেন। এছাড়া Swinging London যুগে সুপারমডেল জিন শ্রিম্পটন ও অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে সম্পর্ক এবং বিখ্যাত ফটোগ্রাফার ডেভিড বেইলির মিউজ হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের বিবৃতি

পরিবার জানিয়েছে, “অভিনেতা ও লেখক হিসেবে তাঁর অসাধারণ কর্মজীবন মানুষের মনে বছরের পর বছর অনুপ্রেরণা জোগাবে। এই শোকের সময়ে আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।”