Home চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি: শনিবার পোর্ট ইউজারস ফোরাম-এর প্রতিবাদ সভা

বন্দরে ট্যারিফ বৃদ্ধি: শনিবার পোর্ট ইউজারস ফোরাম-এর প্রতিবাদ সভা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:  চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে বর্ধিত হারে ট্যারিফ আরোপে  বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর থেকেই ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্দরনির্ভর শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ প্রেক্ষাপটে চট্টগ্রাম পোর্ট ইউজারস ফোরাম এর উদ্যোগে আগামী ১৮ অক্টোবর, শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভায় চট্টগ্রামের সকল ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা ও বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি যে হারে ট্যারিফ বাড়িয়েছে, তা “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য”। এই সিদ্ধান্ত বন্দরনির্ভর অর্থনীতি, বিশেষ করে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলবে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “আমরা চাই, ব্যবসায়ীদের মতামত নিয়ে যৌক্তিক সমাধান বের করা হোক। এই প্রতিবাদ সভার লক্ষ্যই হলো— ট্যারিফ বৃদ্ধির প্রভাব, বন্দর ব্যবস্থাপনার সংকট এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে খোলামেলা আলোচনা।”

প্রতিবাদ সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনসমূহের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে। তারা এই সিদ্ধান্তের ফলে বাণিজ্য ব্যয় বৃদ্ধির সম্ভাব্য প্রভাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান নিয়ে মতামত দেবেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাম্প্রতিক ট্যারিফ পুনর্নির্ধারণ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে। শনিবারের সভায় এ বিষয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।