আন্তর্জাতিক ডেস্ক: বিনোদন দুনিয়া ও রাজনীতির সংযোগে নতুন আলোচনার জন্ম দিয়েছে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্কের গুঞ্জন। গত কয়েক মাস ধরেই তাঁদের ঘনিষ্ঠতার খবর ভাসছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
চলতি বছরের জুলাইয়ে এক রেস্তরাঁয় নৈশভোজের সময় একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। এবার আরও ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লেন তাঁরা। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার এক প্রমোদতরীতে একান্তে সময় কাটাতে দেখা গেছে ট্রুডো ও কেটিকে। দূর থেকে তোলা সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল চরমে উঠেছে।
২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়র ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন জাস্টিন ট্রুডো। অন্যদিকে, কেটি পেরির সঙ্গে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বিচ্ছেদের গুঞ্জনও কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। ফলে, ট্রুডো ও কেটির সম্পর্কের খবরকে অনেকেই সম্ভাব্য নতুন সূচনা হিসেবে দেখছেন।
যদিও তাঁদের কেউই এখনও প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি, তবে একাধিক আন্তর্জাতিক বিনোদন পোর্টাল ও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই তাঁদের ‘নতুন পাওয়ার কাপল’ হিসেবে আখ্যা দেওয়া শুরু হয়েছে। কেটি ও ট্রুডো কবে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করবেন, সেটিই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।