Home Second Lead কালুরঘাটে ট্রেন দুর্ঘটনা: চার কর্মী বরখাস্ত

কালুরঘাটে ট্রেন দুর্ঘটনা: চার কর্মী বরখাস্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি: কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় রেল কর্তৃপক্ষ ৪ জনকে সাময়িক বরাখাস্ত করেছে।

হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোয়ালখালী অংশে সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসার পর সেতু পার হওয়ার সময় চারটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং একটি আইসক্রিমবাহী ভ্যানকে ধাক্কা দেয়।

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম ওরফে তুষার (২৯) এবং দুই বছরের শিশু মেহেরিমা নূর। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর পরই এলাকায় হাহাকার শুরু হয়। আহতদের চিৎকার ও কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেতুর উপর ছড়িয়ে ছিটিয়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের অংশবিশেষ। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদুল আলম জানালেন, ‘‘রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনি। দৌড়ে এসে দেখি ট্রেনের নিচে সিএনজি, মোটরসাইকেল ও একটি ভ্যান চুরমার হয়ে আছে। পাশে আহত মানুষের আর্তনাদ।’’

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা রাতভর উদ্ধারকাজ পরিচালনা করেন। রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হলে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের পথে ছেড়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তকৃতরা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের গার্ড সোহেল রানা, লোকো মাস্টার গোলাম রসুল, সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ এবং অস্থায়ী গেটকিপার মাহবুব।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আরও রয়েছেন চট্টগ্রামের ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী।

রেলওয়ের প্রাথমিক তথ্যে জানা গেছে, সেতুতে সিগনাল না মেনে যানবাহনগুলো উঠে পড়েছিল। এই গাফিলতিকে কেন্দ্র করেই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

✅ আপনার মতামত জানাতে নিচে মন্তব্য করুন
👍 প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন
📢 শেয়ার করে ছড়িয়ে দিন ঘটনাটি সবার মাঝে
#বিজনেসটুডে২৪