বিজনেসটুডে২৪ প্রতিনিধি,ঢাকা: নির্বাচনী বৈতরণী পার হতে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ভোটরদের স্বাক্ষর সংগ্রহ অভিযান এখন তুঙ্গে। নির্বাচনী আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের সমর্থন প্রমাণের লক্ষ্যে গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনেই অভাবনীয় সাফল্য পাওয়ার দাবি করেছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেতে তাসনিম জারার প্রয়োজন প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষর। রোববার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে মাত্র এক দিনেই প্রায় ৩ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
স্বেচ্ছাসেবকদের কর্মতৎপরতায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, মাহি, সাগরিকা ও রাফির মতো তরুণ ও উদ্ভাবনী বুদ্ধিসম্পন্ন স্বেচ্ছাসেবকেরা অত্যন্ত দক্ষতার সাথে অল্প সময়ের মধ্যে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করছেন।
সংগৃহীত স্বাক্ষর যাতে কারিগরি বা আইনি কারণে বাতিল না হয়, সে জন্য সমর্থকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন তাসনিম জারা। তিনি জানান: ফর্মের প্রথম পাতায় ভোটারের নাম, ঠিকানা ও স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় পাতায় একই ব্যক্তির এনআইডি (NID) নম্বর পুনরায় লিপিবদ্ধ করা হচ্ছে। তবে ক্রমিক ও ভোটার নম্বরের কলামগুলো আপাতত ফাঁকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগ্রহ করা ফর্মগুলো জমা নেওয়ার জন্য ঢাকা-৯ আসনের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে বুথ স্থাপন করা হয়েছে। একটি বুথ রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে এবং অন্যটি বাসাবো বালুর মাঠ এলাকায়।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদে সম্প্রতি দল ত্যাগ করেন তাসনিম জারা। এরপরই তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামার ঘোষণা দেন এবং বর্তমানে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে নিজের প্রার্থিতা নিশ্চিত করার পথে এগোচ্ছেন।










