শিপিং ডেস্ক: মিশরের সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বখ্যাত লজিস্টিক ও বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্লড-এর নতুন উদ্যোগ “সোখনা লজিস্টিক পার্ক”। দুবাইভিত্তিক এই কোম্পানিটি প্রকল্পটি বাস্তবায়ন করেছে যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন British International Investment (BII)-এর অংশীদারিত্বে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপি ওয়ার্লড গ্রুপের চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমসহ মিশর সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা।
প্রায় ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে গড়ে তোলা এই লজিস্টিক পার্কটি মিশরের আন্তর্জাতিক বাণিজ্যকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আয়তন প্রায় ৩ লাখ বর্গমিটার, যা দুটি ধাপে নির্মিত হবে। এর প্রথম ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আর দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে।
DP World জানিয়েছে, সোখনা বন্দর থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবং মিশরের নতুন প্রশাসনিক রাজধানী থেকে ৪৫ মিনিটের দূরত্বে এই পার্কটির অবস্থান। কৌশলগত এই অবস্থান দেশের উত্তর–দক্ষিণ বাণিজ্য সংযোগকে আরও সুসংহত করবে। পাশাপাশি এখানে কর ও শুল্ক ছাড়সহ বিভিন্ন বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধা থাকায় আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য এটি হবে একটি আকর্ষণীয় গন্তব্য।
সোখনা লজিস্টিক পার্ককে বলা হচ্ছে মিশরের প্রথম ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব, যেখানে বন্ডেড ও নন-বন্ডেড গুদাম সুবিধা, অন-সাইট কাস্টমস ইনস্পেকশন এবং আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম রয়েছে। পার্কটি কৃষিপণ্য, ইলেকট্রনিকস, নির্মাণ সামগ্রী, টেক্সটাইল, প্যাকেজিং, কাঁচামাল, এমনকি অটোমোবাইল ও ইলেকট্রিক যানবাহনের যন্ত্রাংশের মতো খাতে সাপ্লাই চেইন সেবা প্রদান করবে।
প্রথম ধাপেই ১৫০ জনের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে, আর প্রকল্পটি সম্পূর্ণরূপে চালু হলে চাকরির সুযোগ হবে ৩০০ জনেরও বেশি। বর্তমানে প্রায় ৯০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি এই পার্কে গুদাম ও বিতরণ সুবিধা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।
ডিপি ওয়ার্লড-এর চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইম বলেন, “সোখনা লজিস্টিক পার্ক মিশরের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি দেশের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগ বিন্দু হিসেবে মিশরের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।”
ডিপি ওয়ার্লড ইতিমধ্যেই মিশরে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছে এবং এখন পর্যন্ত দেশটিতে ১.৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। কোম্পানিটি সম্প্রতি কায়রোর নিকটে “৬ অক্টোবর সিটি”-তে ১৬ হাজার বর্গমিটার আয়তনের একটি কোল্ড স্টোরেজ সুবিধা তৈরিতে ২৯ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে, যা খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতে সহায়তা করবে।
বিশ্লেষকদের মতে, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মিশর শুধু লজিস্টিক খাতেই নয়, সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি পাবে। বাণিজ্য ব্যয় কমবে, সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে এবং রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব পড়বে। সোখনা বন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত এই পার্কটি ভবিষ্যতে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
 
            









