শিপিং ডেস্ক: দুবাই-ভিত্তিক বৈশ্বিক লজিস্টিকস ও বন্দর অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড (DP World) ভারতে তাদের বিনিয়োগ আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গত তিন দশকে ইতিমধ্যেই দেশে প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানায়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্ভাবনা এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক অগ্রগতিই তাদের এই নতুন বিনিয়োগের সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, এই বিনিয়োগ মূলত বন্দর, টার্মিনাল, গুদাম, লজিস্টিক পার্ক, রেল সংযোগ এবং ডিজিটাল সাপ্লাই চেইন উন্নয়নের প্রকল্পে ব্যয় করা হবে।
ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, “ভারত আমাদের জন্য একটি কৌশলগত বাজার। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে আমরা সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হতে চাই।”
বর্তমানে ডিপি ওয়ার্ল্ড ভারতের বিভিন্ন স্থানে ১২টিরও বেশি টার্মিনাল, কন্টেইনার ফ্রেইট স্টেশন এবং লজিস্টিক পার্ক পরিচালনা করছে। কোম্পানিটি ভারতের মুম্বাই, চেন্নাই, কোচি, ভিজাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর শহরে কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্লেষকদের মতে, এই নতুন বিনিয়োগ ভারতের লজিস্টিক খাতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে রপ্তানি ও আমদানি বাণিজ্যে গতি আনবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
ভারত সরকারও সাম্প্রতিক বছরগুলোতে বন্দর ও পরিবহন খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ডিপি ওয়ার্ল্ডের মতো বৈশ্বিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভারতের ‘লজিস্টিক হাব’ হয়ে ওঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপি ওয়ার্ল্ডের নতুন এই ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়িত হলে, দেশটির অবকাঠামো খাতে তাদের মোট বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৮ বিলিয়ন ডলার, যা ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে।










