বিনোদন ডেস্ক:
গায়িকা ডুয়া লিপার প্রতি ভালোবাসা প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন গায়ক বাদশা। টুইটারে ডুয়ার নাম লিখে একটি ভালোবাসার চিহ্ন এঁকে দেন তিনি। এরপর এক অনুরাগী জানতে চান, “তা হলে কি ডুয়া লিপার সঙ্গে কোনও গানে কোল্যাব করতে দেখা যাবে আপনাকে?” উত্তরে বাদশা যা বললেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তাঁর সোজাসাপ্টা জবাব ছিল, “ডুয়া লিপার সন্তানের বাবা হওয়ার বিষয়টা আরও ভালো।”
এই মন্তব্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নেট দুনিয়া। অনেকেই বিষয়টিকে খোলামেলা ব্যক্তিগত পছন্দ বলে সমর্থন করছেন। এক নেটিজেন লেখেন, “বাদশা ডুয়াকে পছন্দ করেন, সে কথা জানানোয় দোষ নেই। তিনি কাউকে জোর করেননি। কারও প্রতি আবেগ থাকতেই পারে।”
তবে একাংশের কটাক্ষ, “কোল্যাবের জায়গায় সন্তানের বাবা! এটা কি রুচিশীল মন্তব্য?” কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ডুয়া লিপা নিজে তো কখনও বাদশাকে নিয়ে কিছু বলেননি, তবে হঠাৎ এমন কথা কেন?” একজন মন্তব্য করেন, “ডুয়া লিপার নাম করে খবরের শিরোনামে আসতেই এই মন্তব্য করেছেন বাদশা। গায়ক হিসেবে চর্চায় আসা ভালো, এভাবে নয়।”
তবে এখনো পর্যন্ত ডুয়া লিপা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
📌 আপনার মত কী? বাদশার মন্তব্য কি সীমা ছাড়িয়েছে, নাকি এটা নিছক তার ব্যক্তিগত অনুভব? মন্তব্য করে জানান আপনার মতামত।