Home আকাশ পথ ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল ডিসেম্বরে

ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল ডিসেম্বরে

এভিয়েশন ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আবারও সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।  ডিসেম্বর থেকে ঢাকা–করাচি রুটে নিয়মিত ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই দেশের যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে পাকিস্তানের বেসরকারি বিমানসংস্থা ফ্লাই জিন্নাহ ও এয়ারসিয়ালকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। একই সময়ে পাকিস্তানও বাংলাদেশি বিমানসংস্থাগুলোর জন্য আকাশপথ উন্মুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।

দুই দেশের বিমান চলাচল পুনরায় শুরু হলে বাংলাদেশি শ্রমিক, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য যাতায়াত সহজ হবে। বিশেষত মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য করাচির মাধ্যমে ট্রানজিট সুবিধা বাড়তে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বাণিজ্য, ব্যবসায়িক যোগাযোগ এবং মানবিক বিনিময় বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিমানসংস্থাগুলো জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সাপ্তাহিক কয়েকটি ফ্লাইট দিয়ে রুটটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে করাচি থেকে ঢাকা এবং ঢাকা থেকে করাচি রুটে এক থেকে তিনটি ফ্লাইট চলবে, যাত্রীর চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে।

দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ২০০৬ সালের পর বন্ধ হয়ে যায়। সময়ের ব্যবধানে রাজনৈতিক সম্পর্ক শিথিল হওয়ায় এবং বাণিজ্যিক চাহিদা বৃদ্ধির কারণে আবারও রুটটি চালু হতে যাচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, আকাশপথ পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উষ্ণ হবে, পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভ্রমণ নেটওয়ার্কে নতুন গতি আসবে।